Logo
Logo
×

শিক্ষাঙ্গন

৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকের বিচার চায় জাবি শিক্ষার্থীরা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:০৯ এএম

৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকের বিচার চায় জাবি শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  শিক্ষার্থীরা।  এসময় ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকের বিচার দাবি করেছে তারা, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকের হুমকি ছুঁড়েছে শিক্ষার্থীরা।

রবিবার রাত দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 

এসময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’ চব্বিশ এর বাংলায় ধর্ষকদের ঠাই নাই’ সহ একাধিক স্লোগান দেন।

ইংরেজী বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, ‘গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটলেও সরকারের নিরব ভূমিকা আমাদের গতকাল ৭ বছরের নিরীহ আসিয়ার ধর্ষিত লাশ উপহার দিয়েছে। বিচার না হওয়ার কারণে আজকে গাজীপুরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা স্বরাষ্ট্র  উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দিব এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দিব।’

রাত তিনটা পর্যন্ত মহাসড়কে অবস্হান নেয় শিক্ষার্থীরা। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম