Logo
Logo
×

শিক্ষাঙ্গন

‘আবৃত্তি মঞ্চের’ নতুন নেতৃত্বে তাসলিম-মনিষা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:১৩ এএম

‘আবৃত্তি মঞ্চের’ নতুন নেতৃত্বে তাসলিম-মনিষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবৃত্তি সংগঠন ‘আবৃত্তি মঞ্চের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে বাংলা বিভাগের তাসলিম হাসান এবং সাধারণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের মনিষা তঞ্চঙ্গ্যা - এর নাম ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর দামপাড়ার গরবা রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বাদশ কাউন্সিল অধিবেশনে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে ইসরাত জাহান রুপা, সহসভাপতি পদে এ্যাপোলো চাকমা ও আবদুল্লাহ আল কাউছার, সহসাধারণ সম্পাদক পদে উম্মে সালমা হিমি, সাংগঠনিক সম্পাদক পদে সাজেদা ইসফাত রহমান সামান্তা, সহসাংগঠনিক সম্পাদক পদে জুনায়েদ হোসেন শান্ত, অর্থ সম্পাদক পদে শিপ্রা তঞ্চঙ্গ্যা, অনুষ্ঠান সম্পাদক পদে সুসান্না টুডু, সহঅনুষ্ঠান সম্পাদক পদে অরুণ তঞ্চঙ্গ্যা,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বৈভব দেওয়ান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু বকর সিদ্দিক তারেক, দপ্তর সম্পাদক পদে ঐতিহ্য দেওয়ান ও সহদপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস।

বিদায়ী কমিটির সভাপতি উম্মে সালমা নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ। অনুষ্ঠানে আবৃত্তি মঞ্চের বিগত কমিটির প্রতিবেদন পেশ করেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সজীব তালুকদার।

এ অধিবেশনে কাউন্সিল সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আবৃত্তি মঞ্চের উপদেষ্টা জেবুন নাহার শারমিন, বন্ধু সংগঠন অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, বন্ধুসভা, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাসের নেতারা। 

নতুন সভাপতি তাসলিম হাসান বলেন, কবিতাকে হাতিয়ার করে সত্য ও সুন্দরের প্রত্যয়ে চবি আবৃত্তি মঞ্চের পথচলা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টার অঙ্গীকার রাখছি। আবৃত্তি মঞ্চের পথচলা শুভ হোক। জয় হোক কবিতার।

মনিষা বলেন, আমি বিশ্বাস করি সংগঠনের সফলতা নির্ভর করে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর। স্বচ্ছতা, নিষ্ঠার সঙ্গে আমরা মঞ্চের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব। সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যেন আমরা একসঙ্গে আবৃত্তি মঞ্চকে নিয়ে বহুদূর পথ চলতে পারি।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা, আবৃত্তি উৎসব ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম