Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবিতে ফজলুল কাদেরের নামে হল হচ্ছে না

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

চবিতে ফজলুল কাদেরের নামে হল হচ্ছে না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর নামে কোনো হলের নামকরণ হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম। 

বৃহস্পতিবার রেজিস্ট্রার বলেন, একটি কমিটির প্রতিবেদনে এরকম প্রস্তাবনা ছিল যেটা গুরুত্বের সঙ্গে লক্ষ্য না করায় ভুল তথ্য ছড়িয়েছে। ওই কমিটির কাজ ছিল ছয়টি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে। সিন্ডিকেটে আলোচনা-সমালোচনার মাধ্যমে ওই ছয়টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিতর্কিত ফজলুল কাদেরের নামে নামকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো নামের বিষয়ও আসেনি।

চবির পুরাতন শামসুন নাহার হলের নামকরণ নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়। পুরোনো হলটি সংস্কার করে ছাত্রদের জন্য বরাদ্দের আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। হলটির নামকরণ ফজলুল কাদেরের নামে করা নিয়ে বিতর্ক দেখা দেয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে বুধবার সংবাদ সম্মেলন করে চবি ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে হল নির্মাণের সিদ্ধান্ত যৌক্তিক নয়। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। 

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় যুগান্তরকে বলেন, চবি চট্টগ্রামে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ফজলুল কাদেরের অবদান অবিস্মরণীয়। তার প্রতি সম্মান রেখে হলের নামকরণের যে বিষয় সামনে এসেছে তা দ্রুত বাস্তবায়ন করা হোক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম