Logo
Logo
×

শিক্ষাঙ্গন

হলের বাইরে থাকবে কুবির সেই চার ছাত্রী

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম

হলের বাইরে থাকবে কুবির সেই চার ছাত্রী

আবাসিক শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে হল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি হলের চার আবাসিক শিক্ষার্থীকে হলের বাহিরে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

শিক্ষার্থীরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাবিনা ঐশি, একই বিভাগের শিক্ষার্থী লাবিবা ইসলাম, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিফা লিয়া এবং আইন বিভাগের শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা।

এ বিষয়ে মাইশা রহমান রোদিতা বলেন, আমাদের তদন্ত চলাকালে নিরাপত্তার কথা বলে হলের বাইরে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আপাতত বান্ধবীর মেসে থাকছি।

অফিস আদেশ সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি হলের আবাসিক শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে বিকাল ৩টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার সুপারিশক্রমে হলের পরিস্থিতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে উল্লেখিত শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবাসিক হলের বাহিরে অবস্থানের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ করা হয়। 

এ বিষয়ে জানতে সুনীতি শান্তি হলের প্রাধ্যক্ষ ড. মোসা. শাহীনুর বেগমের সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

এর আগে ২৫ ফেব্রুয়ারি উল্লেখিত চার শিক্ষার্থীর বিরুদ্ধে সুনীতি শান্তি হলের কক্ষে মাদক গ্রহণের অভিযোগ করেন হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে অভিযুক্ত দুই শিক্ষার্থী (রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম) মাদকের বিষয়ে অভিযোগ করার কারণে হলে বিভিন্ন রুমে গিয়ে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম