Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পবিত্র রমজানে জাবিতে ক্লাসের নতুন সময়সূচি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

পবিত্র রমজানে জাবিতে ক্লাসের নতুন সময়সূচি

পবিত্র রমজান উপলক্ষে ক্লাশ ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ৩টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত চলবে। এছাড়াও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে এই সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ (২২ রমজান) পর্যন্ত এ বিজ্ঞপ্তি বহাল থাকবে। এদিকে রমজানে ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে পরিসংখ্যান ও উপাত্ত বিভাগের শিক্ষার্থী আকাশ আহমেদ বলেন, রমজান মাসে ক্লাস করা কষ্টকর। তার ভিতর ডাইনিং ও ক্যান্টিনে নাই ভালো মানের খাবার। রমজানে ক্লাস চালু থাকায় আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হবে। আমরা চাই খাবারের মান যাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাদিয়া মারিয়াম বলেন, আমাদের রমজান মাসেও ক্লাশ হবে। রমজান মাসে রোজা রেখে ক্লাশ করা কষ্টের। বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের দাবি খাবারের মান ভালো রাখার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম