Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পবিপ্রবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল ও দুমকি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

পবিপ্রবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। 

এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে দুমকি উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু বাদী হয়ে মামলাটি করেন। এতে উপজেলা বিএনপির অন্য সদস্য আনোয়ারকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ ও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

অন্য আসামিরা হলেন- বেল্লাল হাওলাদার (২০), মুহাম্মদ রিফাত (২২), বাবুল প্যাদা (৩৫) ও রাসেল হাওলাদার (৩৫)। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেছেন। তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু মো. ইব্রাহীম গুরুতর আহত হয়েছেন। এছাড়া আসামিরা দিপুর সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী বিষয়গুলো শেষ করে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হবে। 

এর আগে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে আসেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের দুপক্ষের সংঘর্ষ হয়।  এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান আহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম