Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগের পুনর্মিলনী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগের পুনর্মিলনী

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দ্বিতীয় পুনর্মিলনীতে ক্যাম্পাসে হৈ-হুল্লো আর আড্ডায় মেতে উঠেছেন বিভাগটির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এই পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিভাগের প্রায় সাত শতাধিক সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী।

শনিবার সকাল সাড়ে ৮টায় স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের গবেষণার খাতে ওতপ্রোতভাবে জড়িত। শুরু থেকে তাদের করা গবেষণা বাংলাদেশের পলিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জনসংখ্যা স্বাস্থ্য ও পরিবেশের সঙ্গে জড়িত অনেক পলিসি এ বিভাগের শিক্ষার্থীরাই বাস্তবায়ন করে থাকেন।

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টর সভাপতি অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, বিভাগের অ্যালামনাসরা হলো বিভাগের হৃৎপিণ্ড। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উৎফুল্ল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধন শেষে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। উদ্বোধন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।

এসময় বক্তব্য দেন, প্রফেসর জে এ এম সকিলউর রহমান, অ্যালামনাই অ্যাডহক কমিটির আহবায়ক মো. রেজুয়ানুল হক। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর এম কোরবান আলী।

উল্লেখ্য, জনসংখ্যা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার নিমিত্তে ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। বিভাগটি বর্তমানে ২৯ বছরে পদার্পন করছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম