Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবির ৬ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

চবির ৬ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনটি হলসহ ৬ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম হবে শহীদ ফরহাদ হোসেন হল, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম শহীদ হৃদয় তরুয়া ভবন, জননেত্রী শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম বিজয় ২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম নবাব ফয়জুন্নেছা হল, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম জুলাই বিপ্লব উদ্যান ও শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তিত নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম।

এছাড়া গত ৫ ফেব্রুয়ারি রাতে চবির সহকারী প্রক্টরকে থাপ্পড় দেওয়া আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে। অর্থাৎ চবি থেকে আর কোনো ডিগ্রি নিতে পারবেন না তিনি। তিনি এরইমধ্যে অনার্স শেষ করেছেন।

এছাড়া ওই রাতের ঘটনায় ২ বছর মেয়াদে বহিষ্কার হওয়া ৯ ছাত্রীকে চিঠি দিয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হবে এবং ব্যক্তিগতভাবেও শুনানি করা হবে। পাশাপাশি এ ঘটনায় দ্বিতীয় আরেকটি তদন্ত কমিটি করবেন উপাচার্য। এই কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ধর্ম অবমাননার দায়ে বহিষ্কার হওয়া ২ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম