
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
পবিপ্রবির ৮ হলের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার, দক্ষিণাঞ্চল
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম
-67b9a1e01eaa6.jpg)
আরও পড়ুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন প্রশাসনিক আদেশে শের-ই-বাংলা হল ১ হবে শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই-বাংলা হল ২ হবে শহীদ জিয়াউর রহমান হল-২, কবি বেগম সুফিয়া কামাল হলের পরিবর্তে চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের (মূল ক্যাম্পাস) পরিবর্তে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয় ২৪ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের (বরিশাল) পরিবর্তে জুলাই ৩৬ হল নামকরণ করা হয়েছে।
এছাড়া নির্মাণাধীন ২টি হলের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন ছাত্র হলের নাম শের-ই-বাংলা হল ও নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত পবিপ্রবির ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তনের লক্ষে গঠিত কমিটির সুপারিশক্রমে ও পরবর্তী রিজেন্ট বোর্ডে অবহিতকরণ সাপেক্ষে নাম পরিবর্তন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।