Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের

মহান একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের নেতারা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এতে নেতৃত্ব দেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাদা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, কলা অনুষদের ডিন ও একুশ উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড, মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম