Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শেবাচিমে চতুর্থ দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

শেবাচিমে চতুর্থ দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

শিক্ষক সংকট দূর করার দাবিতে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ৪র্থ দিনেও ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা কলেজের সামনে বান্দ রোডে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে বুধবার ২ প্রভাষক নিয়োগের প্রজ্ঞাপন দেয় মন্ত্রণালয়। তবে সেই নিয়োগ প্রত‍্যাখ‍্যান করে শিক্ষার্থীরা বলেন, সহযোগী অধ‍্যাপকসহ ১৮৮ শিক্ষকের পদ শূন্য। সেখানে মাত্র ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া রসিকতা ছাড়া আর কিছুই নয়। শিক্ষক সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে। 

এদিকে সোমবার শাটডাউন ঘোষণার পর থেকে কলেজের প্রশাসনিক ও ছাত্র শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজের প্রধান দুটি গেটে তালা দিয়ে শাটডাউন লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনের মত কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে আসলেও কোন কার্যক্রম চালাতে পারছেনা। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতেও দেখা যায়নি। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। 

কলেজ প্রশাসন বলছে, বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন, তারা উদ্যোগ না নিলে মেডিক্যাল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। 

কলেজের প্রশাসনিক শাখা জানিয়েছে, কলেজে শিক্ষকদের ৩৩৪ পদের মধ্যে ১৪৬টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৮৮ পদ শূন্য রয়েছে। 

শেবাচিম অধ্যক্ষ ফয়জুল বাশার বলেছেন, এই যৌক্তিক দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম