Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নর্থ সাউথে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ এএম

নর্থ সাউথে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভ্যুদয় : স্মৃতিকথা ও আত্মজীবনীর আলোকে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইতিহাস ও দর্শন বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। আলোচনা প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথের সহকারী অধ্যাপক ড. ছালেহ শাহরিয়ার।

এ সময় বক্তারা ভাষা আন্দোলনের বিভিন্ন ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন গুরত্বপূর্ণ দিক তুলে ধরেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম