Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: যুগান্তর

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আহাদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জবি শিক্ষক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আহাদের বাড়ি চট্টগ্রাম জেলায়। সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেয় মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, আহাদ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে আহাদ ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না বলেও জানান মেসের বন্ধুরা। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম