Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বেরোবিতে ৫ দিনের শহিদ আবু সাঈদ বইমেলা শুরু

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ এএম

বেরোবিতে ৫ দিনের শহিদ আবু সাঈদ বইমেলা শুরু

ছবি: সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদ স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা’ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীনতা স্মারক মাঠে ৫ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল  হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ফিতা কেটে ও  বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপাচার্য বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে। বইমেলায় লেখক-পাঠক-দর্শনার্থীদের প্রতিদিনের পদচারণা হবে সব শহিদের প্রতি শ্রদ্ধা জানানো। 

আগামিতে আরও বড় পরিসরে মাসব্যাপী এই বইমেলার আয়োজন করা হবে বলে জানান উপাচার্য। এবারের বইমেলাকে সার্থক করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অন্যদের মধ্যে তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বক্তব্য দেন। বইমেলা ২২ ফেব্র“য়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন আড়াইটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম