Logo
Logo
×

শিক্ষাঙ্গন

কুয়েটে ছাত্রদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

কুয়েটে ছাত্রদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে ছাত্রদের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ছাত্ররা জানায়, বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে ছাত্রদল কমিটি করার উদ্যোগ নিচ্ছিল। এ নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলো। এ বিষয়ে আজকে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। 

ছাত্ররা স্লোগান দেন, 'ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না', 'দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই', 'এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা'। ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশ করার উদ্যোগ নেয়। সেখানেই ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দু‘পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। যা সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষ ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট সংলগ্ন রোডেও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম