Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পিপলস ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

পিপলস ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল

ছবি: সংগৃহীত

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

সোমবার রাতে ঢাকার গুলশান ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য বোর্ড অব ট্রাস্টিজের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভাইস চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ডা. মিনহাজ উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নাজমুল হাসান।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত হয়েছেন সলিমুল হক কামাল, মাহমুদুর রহমান সুমন,  শামসুন্নাহার রশীদ, শাহ নূরুন্নবী, উম্মে কুলসুম পারভিন, নাদিয়া হোসেন, কাজী আরিফুল ইসলাম (কাজী সিরাজুল ইসলামের প্রতিনিধি) ও রাজীব চক্রবর্তী(মোরশেদ আলমের প্রতিনিধি)।

পিইউবি বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মিনহাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সব সদস্য উপস্থিত ছিলেন।

সবার সম্মতিতে বোর্ড অব ট্রাস্টিজ এর নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের আগামী ২ (দুই) বছর মেয়াদের জন্য  নির্বাচিত করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম