Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার সময় পারমিতা দত্ত ভূমি নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালে ব্যবসায়িক শিক্ষা অনুষদ (বিবিএ) থেকে তাকে আটক করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিবিএ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যান।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, পরীক্ষায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে কেন্দ্রে আসেন অভিযুক্ত ছাত্রী। প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রের বাইরে একজনকে পাঠান তিনি। এমন সময় পরিদর্শক তাকে মোবাইলসহ ধরে ফেলেন এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। আমরা ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করব।

তিনি বলেন, মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে মামলা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম