Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৭২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

জাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৭২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল ও সম্পাদক লিটন—ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ ১৭২ ছাত্রলীগ নেতা-কর্মী ও অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে জুলাই হামলার ঘটনায় আসামি করে মামলা করেছে ছাত্রদল।

জাবি শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মো. ফেরদৌস রহমানের এজহারের আবেদনের প্রেক্ষিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মামলাটি গ্রহণ করেন।

পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪২, ৩২৩, ৩২৫, ৩৩৬, ৩০৭, ৫০৬, ১১৪ এবং তার সাথে বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর ৩/৫'র আলোকে (বে-আইনি জনতাবদ্ধে আটক করে হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ, গুরুতর জখম, হুমকি ও হুমকিদান সহ ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আহত করার অপরাধ) মামলাটি গৃহীত হয়।

আবেদনে নাটক ও নাট্যতত্ত্ব ৪২ ব্যাচের শিক্ষার্থী রতন বিশ্বাস, জাবি ছাত্রলীগ সহ সভাপতি এনামুল হক এনাম, সরকার ও রাজনীতি ৪১ তম ব্যাচের শিক্ষার্থী অভিষেক মন্ডল, জাবি সাবেক সহ সভাপতি মিজান, জাবি ছাত্রলীগ সহ সভাপতি জোবায়ের রহমান, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, প্রত্নতত্ত্ব ৪১ ব্যাচের শিক্ষার্থী তারেক, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর রাফি চৌধুরী, জাবি ছাত্রলীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ, জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার সহ ১৭২ জনকে আসামি করার আবেদন করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ কেও উক্ত আবেদনে অন্তর্ভুক্ত করা হয়ে হয়েছে।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ৫ আগস্টের ছাত্রজনতার গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবিটি ছিলো গত ১৪-১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পৈশাচিক এবং বর্বর যে হামলা হয়েছিল সেই হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে সেইসব সশস্ত্র হামলাকারীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম