Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবির ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

জাবির ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার ‘ডি’ ইউনিট, অধ্যাপক নিগার সুলতানা ‘ই’ ইউনিট এবং অধ্যাপক আইরিন আক্তার আইবিএ-জেইউ এর ফলাফল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন। 

এতে ডি ইউনিটে ছাত্রীদের ১ম শিফটে পাশের হার ৪২.২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫.৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯.১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮.৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ। 

ছাত্রীদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭,৬৯২টি। পরীক্ষায় অংশ নিয়েছে ৩৯,৯৬৮ জন। পাশ করেছে ১৭,৬৬৪ জন। পাশের হার ৪৪.২২ শতাংশ। 

এদিকে ছাত্রদের ১ম শিফটে পাশের হার ৩৮.০২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩.০৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। 

ছাত্রদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯০৭৬টি। পরীক্ষায় অংশ নিয়েছে ৩৩,৬৪৯ জন। পাশ করেছে ১৪,০০৪ জন। পাশের হার ৪১.৭০ শতাংশ।

আইবিএ-জেইউতে ছাত্রদের পাশের হার ২৮.৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩.৬৬ শতাংশ। জিপিএসহ ছাত্রদের সর্বোচ্চ নাম্বার ৭২.৮০ এবং ছাত্রীদের ৭৪.৫৮। ছাত্রদের মোট আবেদন জমা পড়েছিল ২৮৩৪টি এবং পরীক্ষায় অংশ নিয়েছেন ২১২২ জন। ছাত্রীদের মোট আবেদন জমা পড়েছিল ১৮৫৪টি এবং পরীক্ষায় অংশ নিয়েছেন ১২৮৫ জন। শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার ৭৩ শতাংশ। ছাত্রদের ২৫৪ ও ছাত্রীদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

এছাড়া ই ইউনিটের ফলাফল উপাচার্যের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।

চলতি বছরে ভর্তি পরীক্ষার ফলাফল শিফট ভিত্তিক প্রত্যেকের আলাদাভাবে মেধা তালিকা প্রকাশ করেছে জাবি। 

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিমওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করেছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল ৩ দিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম