Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে ২য় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ এএম

জাবিতে ২য় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

ছবি: যুগান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ৪টি শিফটে জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ডি’ ইউনিটের ২য় দিনে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ৪র্থ শিফটের পরীক্ষার মাধ্যমে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়। এ ইউনিটে ছাত্রদের উপস্থিতির হার প্রায় ৮৬ শতাংশ ছিল বলে নিশ্চিত করেছেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।


তিনি বলেন, ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদ ছাত্রদের মোট আসন সংখ্যা ১৫৫টি। আবেদন জমা পড়েছিল প্রায় ৩৯ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর। শতকরা উপস্থিতির হার ৮৬ শতাংশ। অনুপস্থিত প্রায় ১৪ শতাংশ।

 

পরীক্ষার ফলাফলের ঘোষণার ব্যাপারে তিনি বলেন, আগামীকাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে 'ডি' ইউনিটের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ফলাফল জানতে পারবে।

 

ভর্তি পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট-এ ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক শ্রেণির প্রথমদিনের ভর্তি পরীক্ষায় ট্র্যাফিক সংক্রান্ত কিছুটা ভোগান্তিতে পড়েছেন এমন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল সমস্যা সমাধানের সবার সাথে আলোচনা করেছি। সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের সহায়তায় আজকে ট্র্যাফিক নিয়ন্ত্রণে শতভাগ সফল হয়েছে। সবাই নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণে সংযুক্ত সকলকে উপাচার্য ধন্যবাদ জানান।

 

উপাচার্য আশা প্রকাশ করেন, নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম