Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে শেখ পরিবারের ম্যুরাল ও স্মৃতিচিহ্ন মুছে দিল শিক্ষার্থীরা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

জাবিতে শেখ পরিবারের ম্যুরাল ও স্মৃতিচিহ্ন মুছে দিল শিক্ষার্থীরা

ছবি: যুগান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটা বিক্ষোভ-মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে গিয়ে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আল-বেরুনী হলের দেওয়ালের আঁকা গ্রফিতি ও দেয়ালচিত্রে রঙ ঢেলে মুছে দেন। 

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শেখ হাসিনা হলের সম্মুখে অবস্থান নিয়ে শেখ হাসিনার ম্যুরালটিও ভেঙে ফেলেন। এছাড়া শেখ রাসেল হলের শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ নাম রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরাও হলের নামফলক ভেঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।


এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, 'মুজিববাদ-মুজিববাদ, মুর্দাবাদ-মুর্দাবাদ', 'ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন, করে দাও নিশ্চিহ্ন', 'ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও', 'ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ', 'অ্যাকশন টু অ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'সন্ত্রাসী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন'—ইত্যাদি স্লোগান দিয়ে শেখ পরিবারের ম্যুরাল ভাঙতে ও গ্রাফিতি মুছতে দেখা যায়৷ 

নৃবিজ্ঞান ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘খুনি হাসিনা ভারতে থেকে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এতে ছাত্র-জনতা ফুলে ফেঁপে  উঠেছে। এছাড়া ফ্যাসিস্ট মুজিবকে ঘিরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের যে চেতনা ব্যবসা করেছে, সেখান থেকে ফ্যাসিবাদ গড়ে উঠেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদের চিহ্নকে ভেঙে দিচ্ছি। এর মাধ্যমে আর কেউ যাতে ফ্যাসিস্ট মুজিবের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে এই বার্তা দিচ্ছে ছাত্র-সমাজ।

জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনূর ইসলাম নবীন বলেন, ‘পতিত হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের শিক্ষক-শিক্ষার্থীসহ আপমর জনতা ও জাতীয়তাবাদী ছাত্রদল পতিত হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে। খুনি হাসিনাকে সতর্ক করে বলতে চাই, এরকম যদি ষড়যন্ত্র ও কর্মসূচি দেন তাহলে বাংলার জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশের আপমর ছাত্র-জনতা আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এবং সামনের সকল ষড়যন্ত্রকে রুখে দিবে।’

এসময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম