Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে হলের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম

জাবিতে হলের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম প্রীতম (১৮)। সে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মী ছিল। তার বাড়ি মাদারীপুর জেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশে নতুন স্থাপিত আনসার ক্যাম্পে ইন্টারনেট সংযোগ দিতে সোমবার রাত ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের এ ব্লকের ছাদে তার টানানোর জন্য উঠে প্রীতম। এক পর্যায়ে ছাদের কোণে রেলিং অতিক্রমের সময় ইট খসে নিচে পড়ে যায় সে। ঘণ্টাখানেক সে গুরুতর আহত অবস্থায় সেখানে পড়ে থাকে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, রাত ১টার দিকে খবর পেয়ে কোয়ার্টার থেকে বের হয়ে দেখি ছাত্ররা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। তখনই প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা কর্মীরা আসে। প্রাথমিকভাবে ছাদের রেলিংয়ের খসে পড়া ইট দেখে ধারণা করছি, তার টানাতে গিয়ে সে হয়তো পা পিছলে পড়ে মারা গেছে।

সাভার এনাম মেডিকেলের চিকিৎসক বলেন, আমাদের এখানে রাত দেড়টার দিকে প্রীতমকে নিয়ে আসে। আমরা জরুরি বিভাগে পরীক্ষা করে মৃত বলে নিশ্চিত হই। হাসপাতালে আনার আধা ঘণ্টা আগেই সে মারা যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম