Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বিএসআইএসসিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

বিএসআইএসসিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিএসআইএসসি) এর ‘ইন্টার হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার মিলিটারি উইং ট্রেনিং গ্রাউন্ড, সিওডি (সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো), ঢাকা ক্যান্টনমেন্টে এটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল হক খান, প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম, পিএইচডি (অব.) সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোস্তাগাউছুর রহমান খান শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং খেলাধুলা, অধ্যবসায় ও নেতৃত্বগুণ বিকাশে এর ভূমিকা তুলে ধরেন। প্রতিযোগীদের উৎসাহ, ক্রীড়াচেতনায় উদ্দীপনা ও চমৎকার পারফরম্যান্সের জন্য ভূয়সী প্রশংসা করেন তিনি।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম