অফিস ভাঙচুর
পদ ছাড়তে ইবি রেজিস্ট্রারকে ছাত্রদলের হুমকি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
![পদ ছাড়তে ইবি রেজিস্ট্রারকে ছাত্রদলের হুমকি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/IU-Final-679e629027df4.jpeg)
ছবি: সংগৃহীত
পদ ছাড়তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রারকে হুমকি ও তার অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান তার অফিসে নাস্তা করাকালীন ছাত্রদলের ১০-১২ নেতাকর্মী তার অফিসে ঢুকে তার সঙ্গে খারাপ আচরণ ও উচ্চবাচ্য করেন। এ সময় তাকে পরদিন থেকে অফিসে না আসতে হুমকিও দেওয়া হয়। পরে অফিসে ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রার অফিস ছাড়াও তারা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, অর্থ ও হিসাব শাখার কিছু দপ্তরে গিয়ে হুমকি ও দরজা-জানালায় আঘাত করেন। তারা রেজিস্ট্রারের সহধর্মিণী অর্থ ও হিসাব শাখার উপহিসাব পরিচালক রুবিনা আক্তার অফিসে না থাকায় তার চেয়ারটি টেবিলের ওপর তুলে রেখে যান। শাখা ছাত্রদলের সাহেদ আহম্মেদের নেতৃত্বে এসব ভাঙচুর ও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিভিন্ন অফিসে হুমকি প্রদান শেষে স্বৈরাচারের দোসরদের অপসারণসহ নয় দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।
সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, আমরা রেজিস্ট্রারের অফিসে গিয়ে তার কাছে জানতে চেয়েছি, আওয়ামী দোসর হিসেবে কীভাবে এখনো পদে বহাল থাকে? আমরা ভাঙচুর করিনি। আমাদের আহ্বায়কসহ সবাই ছিলেন সেখানে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এসব বিষয়ে আমার মন্তব্য নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।