Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবি ছাত্রশিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা, পাবে ভিন্ন ধর্মাবলম্বীরাও

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

ইবি ছাত্রশিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা, পাবে ভিন্ন ধর্মাবলম্বীরাও

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির মাসিক লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (স্নাতক) শিক্ষার্থীদর এক বছর মেয়াদে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এ প্রকল্পে যেকোনো ধর্মের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ছাত্রশিবিরের চতুর্থ দফা ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এটির আয়োজন করা হয়েছে।

আবেদনকারীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে। অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন। অভিভাবকের বাৎসরিক আয় ২ লাখ ৪০ হাজার টাকার কম হতে হবে। অসত্য তথ্যের সন্নিবেশ কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল হবে এবং নবীন শিক্ষার্থীদের সিজিপিএর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শনিবার থেকে শুরু হয়ে আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে গুগল ফরমে আবেদন জমা দেওয়া যাবে।

এ বিষয়ে ছাত্রশিবিরের শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। এটি অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সর্বোপরি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমরা আমাদের ইতিবাচক কাজের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম