তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সমানাধিকার প্রতিষ্ঠায় বাউবি প্রতিশ্রুতিবদ্ধ: উপাচার্য
গাছা (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার ঢাকার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এ সময় প্রতিনিধি দল তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে উপাচার্যকে অবহিত করে এবং তাদের জন্য একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানায়।
উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী যে কোনো তৃতীয় লিঙ্গের নাগরিকেরা মর্যাদার সঙ্গে এবং বাধাহীন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। শিক্ষাক্ষেত্রে বৈষম্যহীনতা, নিরাপত্তা ও সমানাধিকার প্রতিষ্ঠায় বাউবি কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা নিজেদের সামাজিক জীবনে যেসব বৈষম্যের সম্মুখীন হন, তা তুলে ধরেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টিএম আহমেদ হুসেইন, মিডিয়া সেন্টার ঢাকার যুগ্মপরিচালক সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের মধ্যে ছিলেন- পার্বতী আহমেদ- চেয়ারপারসন, সুস্থ জীবন, জোনাকি জোনাক- জেন্ডার ফোকাল, সুস্থ জীবন, জয়া সিকদার- সভাপতি, সম্পুর্না, এস শ্রাবন্তী- প্রধান নির্বাহী, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, রবিউল ইসলাম- সভাপতি, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, সান্তনা- কমিউনিটি অর্গানাইজার, সম্পুর্না।
অনুষ্ঠান শেষে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সম্মানে উপাচার্য কর্তৃক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। তৃতীয় লিঙ্গের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক সহায়তায় অভিভূত হন।