Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ফ্যাসিস্ট সরকারের আমলে কথা বললেই গুম হতে হয়েছে: খুবি উপাচার্য

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

ফ্যাসিস্ট সরকারের আমলে কথা বললেই গুম হতে হয়েছে: খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে অধিকার বঞ্চিত হয়েছি। সেই কথাগুলো কিন্তু আমরা বলতে পারিনি। যারা বলেছে তারা গুমের শিকার হয়েছে। যারা বলেছে তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। যারা বলেছে তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি। তাদের পিছিয়ে রাখা হয়েছে। তাদের ওএসডি করে রাখা হয়েছে। 

শুক্রবার খুলনা নতুন ধারার আন্তর্জাতিক মানের ইসলামিক ‘আলবাব একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলবাব একাডেমির চেয়ারম্যান এস এম মফিজুল ইসলাম।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম