Logo
Logo
×

শিক্ষাঙ্গন

মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৭ ও ১৮ জানুয়ারি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৭ ও ১৮ জানুয়ারি

মতিঝিল (কেন্দ্রীয়) সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এ পুনর্মিলনীর জন্য রেজিষ্ট্রেশন চলছে। 

আগ্রহীরা মতিঝিল বয়েজ হাই স্কুলে খোলা রেজিস্ট্রেশন বুথে এবং অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।রেজিষ্ট্রেশনের শেষ তারিখ  ১০ জানুয়ারি। আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে।

পুনর্মিলনী উপলক্ষ্যে একটি তথ্যবহুল স্মরণিকা ও একটি ডায়রেক্টরি প্রকাশিত হচ্ছে। মতিঝিল (কেন্দ্রীয়) সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র ছাত্রী সমিতির উদ্যোগে পুনর্মিলনীটি আয়োজন করা হচ্ছে।

যোগাযোগ: আদনান কবির ০১৮৭১৯৯৭৩৪৫

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম