
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:২৮ পিএম
মাইলস্টোন কলেজে উৎসবমুখর আয়োজনে নবীনবরণ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

আরও পড়ুন
চোখ ধাঁধানো নানা আয়োজনে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আয়োজন করা হয় এই মনোজ্ঞ অনুষ্ঠানের।
এদিন ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার মো. আব্দুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা।
নবীনবরণ অনুষ্ঠানে ২০২৪ এর জুলাই-আগস্টে সংঘঠিত ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুরস্কার বিতরণী পর্বে পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে নৈপুণ্য প্রদর্শনের জন্য কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুল বারী এবং বিশেষ অতিথি কর্নেল নুরন্ নবী (অব.)। আনন্দমুখর নবীনবরণ অনুষ্ঠানের শেষাংশে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ পর্বে ছাত্র-ছাত্রীদের একক ও দলগত গান, নৃত্য, নাটিকা, ফ্যাশন শো’র মতো নজরকাড়া পরিবেশনা সকলকে মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের অন্যতম আকর্ষণ ছিলো পাওয়ার ভয়েজ খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার মনমাতানো সুরের মূর্ছনা যা বিমোহিত করে উপস্থিত সকলকে