রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পরিচালক ড. এনামুল হক

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

ড. মোহা. এনামুল হক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হক।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. মোহা. এনামুল হক রাবির মনোবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. এনামুল হক ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে মনোবিজ্ঞান বিভাগে যোগ দেন। এরপর ২০০৮ সালে প্রফেসর ও ২০১৯ সালে তিনি প্রফেসর গ্রেড-১ প্রাপ্ত হন। ড. এনামুল হক বর্তমানে রাবি জিয়া পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।