ভর্তিসহ সব ধরনের ফি কমাল রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ফি ও প্রত্যয়নপত্র ফিসহ সব ধরনের ফি পরিমাণ কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বিভাগের
সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
এতে বলা হয়, স্নাতক
(সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিসার্চ
ল্যাব ফি পূর্বের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি এর ৩০ টাকা পুরোপুরি বাতিল করা
হয়েছে। এছাড়া মাস্টার্স পর্যায়ের
পরীক্ষার ফরম পূরণের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি এর
পরিমাণ আগের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা
ও অনুদান ফি এর ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
এতে আরও
উল্লেখ করা হয়, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রের জন্য এককালীন প্রদেয় ফি সমুহের
মধ্যে সাধারণ প্রত্যয়নপত্রের ফি ১০০ টাকা
এবং নম্বরপত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, দায়িত্ব
নেওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে
পারে। তাছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে ভর্তি হয়,
যাদের হয়তো এই নামে মাত্র অর্থ প্রদান করতে অসুবিধায় পড়তে হয়। তাই তাদের
বিষয়টি মাথায় রেখে অ্যাকাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু
খাতে ফি সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।