Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত

Icon

উপকূলীয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত

ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানসিক নিপীড়ন ও যৌন হেনস্থার অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়টির দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. একেএম আব্দুল আহাদ বিশ্বাসের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পবিপ্রবির রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অফিস আদেশে বলা হয় ওই অধ্যাপককে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের মোতাবেক সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সেই মর্মে ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। 

এবিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক একেএম আবদুল আহাদ বিশ্বাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম