Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শেকৃবিতে সাংবাদিককে ভিডিও ধারণে বাধা ছাত্রদল কর্মীর

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

শেকৃবিতে সাংবাদিককে ভিডিও ধারণে বাধা ছাত্রদল কর্মীর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মিছিলের ভিডিও করার সময় এক সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার শেকৃবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শেকৃবিতে ‘জুলাই স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং ছবি প্রদর্শনী আয়োজিত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে অন্য একটি অংশের মিছিলে সাংবাদিক ভিডিও করতে গেলে উক্ত ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম রেজোয়ান ইসলাম সাদ। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম। 

এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকদের কাজ হলো সত্য প্রকাশ করা এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো আলোচনায় নিয়ে আসা। কোনো সাংবাদিককে ভিডিও করতে বাধা দেওয়া বা তার কাজ বন্ধ করার চেষ্টা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।'

অভিযুক্ত রেজোয়ান ইসলাম সাদ বলেন, ‘আসলে অন্ধকার ছিল, বিশৃঙ্খলা হচ্ছিল, আর আমি তাকে চিনতে পারি নি। এজন্য ভিডিও বন্ধ করতে বলেছিলাম।’

এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়া ছাত্রদল সমর্থন করে না। স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে কাজ করবে এই নীতিতে বিশ্বাসী ছাত্রদল। এখানে কেউ কারও ভালো কাজে বাঁধা প্রদান করবে না। আমারা এগুলো জাস্টিফাই করবো। পরে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে শেকৃবি প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, সাংবাদিকদের কাজই হলো ছবি তোলা এবং ভিডিও করা। সে হিসেবে সাংবাদিককে তার কাজে বাঁধা সৃষ্টি করা কোনভাবেই সমীচীন  নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম