
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১২:১৪ এএম

ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
এতে সংগঠনটির সহস্রাধিক নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন।
বুধবার বিকাল ৩টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারও প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করেন তারা।
মিছিলে তারা ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘তুমি কে আমি কে, সাইফুল সাইফুল’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি আবু মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ঈসমাইল হোসেন রাহাত ও জমিয়তে তলাবায়ে আরাবিয়ার সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ বক্তব্য দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারকে মদত দিয়েছে ভারত। দেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে ইসকনকে লেলিয়ে দিয়ে এ দেশের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করেছে। জুলাইয়ের পর আমরা ধর্ম, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার প্রমাণ দিয়েছি, যা ভারত নষ্ট করতে চাচ্ছে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচএম আবু মুসা বলেন, স্বৈরাচার খুনি হাসিনা উৎখাত হলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা ছাত্রলীগের মাধ্যমে যেভাবে দেশে গুম, খুন, নির্যাতন করেছে বাংলাদেশের মানুষ কখনও তা ভুলে যাবে না। আওয়ামী ফ্যাসিবাদীর বিচার না হওয়া পর্যন্ত তারা কোথাও কেউ অংশগ্রহণ করতে পারবে না।
জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে সব ছাত্রদের একত্র হয়ে কাজ করতে হবে। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন। তাদের বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা আইনজীবী সাইফুল হত্যার তীব্র নিন্দা জানাই ও অতিদ্রুত এর বিচার দাবি করছি।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।