Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবিতে র‌্যাগিং: প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সাক্ষাৎকার গ্রহণ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

ইবিতে র‌্যাগিং: প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সাক্ষাৎকার গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের ‘পর্নো তারকা সাজিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ’ সংক্রান্ত ঘটনার প্রতিবেদন চেয়ে উপাচার্যকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সেই চিঠিটি রোববার প্রতিবেদকের হাতে এসেছে।

চিঠিতে ইবিতে ছাত্রদের র‌্যাগিং করা ও ৫ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দের বিষয়ে জরুরিভিত্তিতে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৮ নভেম্বর লালন শাহ হলে র‌্যাগিংয়ের সময় অভিযুক্ত নয়জনের মধ্যে হাতেনাতে পাঁচজনকে ধরে থানায় সোপর্দ করেন হলের সিনিয়র শিক্ষার্থীরা।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া। পরে তাদের নামে ভুক্তভোগীদের একজন মামলার পরিপ্রেক্ষিতে আটককৃত পাঁচজনকে কারাগারে পাঠানোর পরদিন তারা জামিনে মুক্তি পান।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হলের প্রভোস্টকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, মন্ত্রণালয়ের চাওয়া প্রতিবেদন আমরা রেজিস্ট্রারকে দিয়েছি। সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, দুই-এক দিনের মধ্যে প্রতিবেদন দেব। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, হল থেকে প্রতিবেদন আমার কাছে দিয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যত দ্রুত সম্ভব পাঠাব। 

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনুল ইসলাম বলেন, এখনো প্রতিবেদন হাতে পাইনি। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা অবগত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম