Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবি ক্যাম্পাসের মজিদ মামার বাঁচার আকুতি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম

ইবি ক্যাম্পাসের মজিদ মামার বাঁচার আকুতি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ ক্যাম্পাসের ভ্রাম্যমাণ দোকানি আবদুল মজিদ। সদা হাস্যোজ্জ্বল এই দোকানিকে ‘মজিদ মামা’ বলে সম্বোধন করেন সবাই। তিনি ১৫ বছর ধরে ক্যাম্পাসে পেয়ারা, শসা, আমড়া, বরই, কদবেল, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের মুখরোচক বিভিন্ন মাখানো বিক্রি করছেন। 

ক্ষুদ্র এই ব্যবসার আয়ের ওপর নির্ভর করেই চলে তার পুরো পরিবার। সামান্য অর্জিত অর্থ দিয়ে পরিবার চালাতে গিয়ে সঞ্চয় রাখতে পারেননি তেমন কোনো অর্থ। ফলে বিপদের সময়ে দ্বারস্থ হতে হচ্ছে অন্যের। 

সম্প্রতি মূত্রনালি ফেটে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আবদুল মজিদ। তাই তার দ্রুত অপারেশন প্রয়োজন। যাতে ২ লক্ষাধিক টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে মজিদের সেই ব্যয়ভার বহনের সামর্থ্য নেই। তাই সমাজের সচ্ছল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। 

মজিদ ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা।

আবদুল মজিদ জানান, ২ লাখ টাকা আমার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। আমি সবার কাছে সাহায্যপ্রার্থী- সাহায্য পাঠানোর মাধ্যম: ০১৭৮২২৭৪৯২৪ (বিকাশ), অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ১৩৬৬৪, ০২০০০১৩১৬২০০৭ (অনলাইন)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম