Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে গাঁজা সেবনকালে দুই কর্মচারীসহ তিনজন আটক

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

জাবিতে গাঁজা সেবনকালে দুই কর্মচারীসহ তিনজন আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় মীর মশাররফ হোসেন হল ও শহিদ রফিক-জব্বার হলের দুইজন ডাইনিং বয় ও একজন বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।

রোববার সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকালে তিনজনকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।

জানা যায়, আটককৃত মো. আবু ইউসুফ শহিদ রফিক-জব্বার হলের ডাইনিং বয়। সজীব ইসলাম জেনারেটর বাজারের ইলেক্ট্রিশিয়ান এবং তার মা রেহানা বেগম শেখ হাসিনা হলের ক্লিনার এবং নাসিমুল হক বাবু মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে; এরপর সাধারণ শিক্ষার্থীদের একজন শিক্ষার্থী পরিচয় দিয়ে বাগবিতণ্ডায় জড়ান। এরপর তারা প্রক্টররিয়াল টিমকে ফোন দিয়ে আটক করতে সাহায্য করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সব ব্যবস্থা গ্রহণ করতেছি। যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ছাত্র বা বহিরাগতকে মাদকের সঙ্গে পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, তাদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যেই পুলিশ খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম