Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নর্দান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

Icon

দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

নর্দান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

রাজধানীর উত্তরার দক্ষিণখানে নর্দান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিকিউরিটি গার্ডকে মারধর করে ২০-৩০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা চালায়। তাদের বাধা দিতে গিয়ে ৬- জন সিকিউরিটি গার্ড আহত হন। 

খবর পেয়ে শিক্ষার্থীরা সন্ত্রাসীদের ধাওয়া করে ২ জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আহতরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড ল্যান্ড) সাইফুল ইসলাম বলেন, বহিরাগতরা জোরপূর্বক ক্যাম্পাসে ঢুকে। 

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ক্যাশ কাউন্টার, অ্যাডমিশন রুমসহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতিসাধন হয়েছে।

তিনি আরও বলেন, আটক লুৎফর ও বোরহান স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও দুজন এর আগেও একবার জোরপূর্বক বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলাও করে।

দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিবেশ শান্ত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম