‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’ লিখে চবি ছাত্রীর আত্মহত্যা
চবি প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার মাতুয়াইলে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের এক ভাড়া ফ্ল্যাটের কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ওই কক্ষ থেকে রঙিন কাগজের একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে লেখা ছিল ‘I am sorry, I failed as a human’ (দুঃখিত, মানুষ হিসেবে আমি ব্যর্থ)। চিরকুটের নিচের অংশে সময় ৪টা ৫১ ও তারিখ ১ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।
ওই ছাত্রীর বন্ধুদের বরাতে ওসি আরও বলেন, ওই ফ্ল্যাটে তিন ছাত্রী আলাদা কক্ষে থাকতেন। সকালে তাদের নতুন বাসা দেখতে যাওয়ার কথা ছিল। এজন্য বাকি দুজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখেন গলায় ফাস দিয়ে ঝুলে আছে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশসহ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
এর আগে গত ২৫ অক্টোবর শ্বাসকষ্টে মারা যান চবির পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাঈম নির্মা। এ ঘটনায় চবি মেডিকেল সেন্টারের চিকিৎসকের অবহেলার অভিযোগ করেন তার সহপাঠীরা।