গাঁজা সেবনের সময় ধরা চবির ৫ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী
চবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে গাঁজা সেবনের সময় প্রক্টরিয়াল বডির কাছে ধরা পড়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী ৫ শিক্ষার্থী। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষ থেকে তাদের ধরা হয়।
নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় এ সময় ৪ শিক্ষার্থীর কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করেন সহকারী প্রক্টর সাইদ বিন কামাল।
ধরা পড়া ৫ শিক্ষার্থী হলেন- রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোজাম্মেল হক, বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. টুটুল হাসান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মানিক।
জানা যায়, হলের এক শিক্ষার্থী ২৩৪ নম্বর কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় গাঁজার গন্ধ পেয়ে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন।
হলের অন্যান্য শিক্ষার্থীদের অভিযোগ, মোজাম্মেল হক অন্য হলের দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষে নিয়মিত গাঁজার আসর বসান।
সহকারী প্রক্টর সাইদ বিন কামাল যুগান্তরকে বলেন, ওই ৫ শিক্ষার্থীর ব্যাপারে প্রক্টর ও প্রভোস্টকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই ঘটনার পর ওই ৫ শিক্ষার্থীকে চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ (ডিসকু) থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সংগঠনটির সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।