Logo
Logo
×

শিক্ষাঙ্গন

প্রকাশ্যে ইবি ছাত্রশিবির

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পিএম

প্রকাশ্যে ইবি ছাত্রশিবির

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে সোমবার প্রকাশ্যে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি।

সংগঠনটির শাখা সভাপতি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এইচএম আবু মুসা ও সেক্রেটারি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইবি শাখা শিবিরের সভাপতি এইচএম আবু মুসা বলেন, লেজুড়বৃত্তি ছাত্র-রাজনীতি বন্ধের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবির সম্পূর্ণ একমত। সাধারণ শিক্ষার্থীরা যা চায় একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে আমরাও তাই-ই চাই। বিগত সময়ে শিক্ষার্থীরা দেশে ছাত্র-রাজনীতির যে রূপ দেখেছে তা মূলত ছাত্র-রাজনীতি নয়। আমরা কোনো লেজুড়বৃত্তি ছাত্রসংগঠন নয়। শিবিবের নেতা নির্বাচন হয় সংগঠনের সদস্যের ভোটে।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সংগঠন কোনো সময়ই নিষ্ক্রিয় ছিল না। স্বৈরাচারী শাসনের কারণে একটু চাপাচাপিতে ছিলাম। প্রতি বছরই আমাদের নতুন কমিটি হয়েছে, আমার সবসময়ই কার্যক্রম পরিচালনা করেছি। আমরা কখনই গোপন ছিলাম না। 

ক্যাম্পাসে ভিন্নমতের সংস্কৃতি চর্চার বিষয়ে তিনি বলেন, ছাত্রশিবির সুষ্ঠু সংস্কৃতি চর্চায় বিশ্বাস করে। এতে যেকোনো মতের সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব মত অনুযায়ী এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবে। এখানে ছাত্রসংগঠন হিসেবে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। এটা তাদের মৌলিক অধিকার। 

এর আগে সোমবার রাত ৯টায় সংগঠনটির ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে তাদের পরিচয় জানা যায়।

এছাড়া সন্ধ্যায় ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির’ নামে একটি ফেসবুক পেজ থেকেও তাদের নাম প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম