Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সার্চ দিলেই আসন খুঁজে পাবেন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার্থীরা

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

সার্চ দিলেই আসন খুঁজে পাবেন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীরা রোল লিখে সার্চ দিলেই খুঁজে পাবেন পরীক্ষার আসন। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের আসন খুঁজে বের করার সুবিধার্থে সফটওয়্যার পদ্ধতি চালু করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনজন শিক্ষার্থী অনিক হাওলাদার, মুহাম্মদ ইশমামুল হক ও মো. আসিফুজ্জামান।

বুধবার দুপুর ১২টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সভাকক্ষে এ পদ্ধতিটির উদ্বোধন করা হয়।

সফটওয়্যারের (https://bie.bau.edu.bd/ExamHall) লিংকে প্রবেশ করে শুধু রোল লিখে সার্চ দিলেই বাকৃবি কেন্দ্রের পরীক্ষার কক্ষে পৌঁছাতে যাবতীয় সহায়তা পাবেন তারা। সফটওয়্যারটির মাধ্যমে গুগল ম্যাপে নিজের অবস্থান থেকে পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার পথের নির্দেশনা পাবেন পরীক্ষার্থীরা।

এ বিষয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, এটি একটি সময়োপযোগী এই সিস্টেম, যা পরীক্ষার্থীদের অনেক উপকৃত করবে।

সিস্টেমটি উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এরকম একটি কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম