Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি বুধবার, ডোপ টেস্ট বাধ্যতামূলক

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম

শাবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি বুধবার, ডোপ টেস্ট বাধ্যতামূলক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তি শুরু হতে যাচ্ছে। টানা দুই দিনের ভর্তি কার্যক্রমের প্রথম দিনে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দকৃত ‘এ’ ইউনিটে ভর্তি নেওয়া হবে।

পরদিন বৃহস্পতিবার মানবিক এবং ব্যবসায় শিক্ষার জন্য বরাদ্দকৃত ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। ভর্তির সময় ডোপ টেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি কার্যক্রমের প্রথম দিন বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের মেরিট পজিশন ১-৬০০, ১১টা থেকে ২টা পর্যন্ত ৬০১- ১৭০০, ২টা থেকে ৫টা পর্যন্ত ১৭০১- ৪২০০ এবং ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪২০১ থেকে পরবর্তী মেরিট পজিশনে ভর্তি নেওয়া হবে।

এছাড়া আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মানবিক বিভাগের নির্বাচিত সব শিক্ষার্থী এবং ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচিত সব শিক্ষার্থীর ভর্তি নেওয়া হবে।

চূড়ান্ত ভর্তির জন্য আগত শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার টাকা নিয়ে আসতে হবে। গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির মার্কশিট জমাদানকারী শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির কনফার্মেশন স্লিপ এবং অন্যদের এর মূল মার্কশিট নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের রক্তের গ্রুপের প্রমাণপত্র হিসেবে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।

এছাড়াও কোটায় ভর্তির জন্য ভর্তি নির্দেশিকার অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত মূল প্রত্যয়ন/সনদ পত্রসমূহ নিয়ে আসতে হবে। চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করার জন্য https://admission.sust.edu.bd/dashboard/student-info লিঙ্কে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়েছে।

এছাড়াও ভর্তির সময়ে শিক্ষার্থীর ডোপ টেস্ট করা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম