Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবিতে ভাঙচুর-হত্যাচেষ্টার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম

চবিতে ভাঙচুর-হত্যাচেষ্টার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে দোকান ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে হাটহাজারী থানায় মামলা করেছেন দোকানের মালিক মাহদী হাসান। সোমবারের এ মামলায় ৫ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

মঙ্গলবার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আটককৃতদের কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আটকরা হলেন- হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিবুল হকের ছেলে মো. সুমন (২৯), চিকনদন্ডী ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ এলাকার মৃত ইদ্রিছ সওদাগরের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. ইলিয়াছ (৪০), ফতেপুর সৈয়দপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইসতিয়াক আহমেদ (২২), ফতেপুর লাল মিয়া সওদাগর বাড়ি এলাকার মো. আমির হামজার ছেলে মো. রাশেদ (৩০), ফতেপুর ৭ নম্বর ওয়ার্ডের মৃত ছালেহ আহমদের ছেলে আবু তাহের (৫৫)।

দোকানের মালিক মাহদী হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। তিনি একটি মাদ্রাসার শিক্ষার্থী।

মাহদী যুগান্তরকে বলেন, আমাদের কাছে খবর ছিল- হামলা হতে পারে। এজন্য দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি করতে করতে আমাদের দিকে ধেয়ে এলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি। পরে তারা দোকান ভাঙচুর ও লুটপাট করে।

এর আগে মঙ্গলবার স্থানীয় যুবলীগ নেতা মো. হানিফ ও তার ভাই ইকবাল হোসেনের নেতৃত্বে হামলার অভিযোগ করেন দোকানের মালিক। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে তারা জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে মূল ফটক থেকে ১ কিলোমিটার দূরের রেলক্রসিং এলাকায় যান। সেখান থেকে ফেরার সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ৩০-৪০ জন কর্মী শিক্ষার্থীদের হামলা করলে ৫ জন আহত হন।

পরে প্রক্টর উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মঙ্গলবার সন্ধ্যায় একটি সভা করে স্থানীয় ও শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে এক সহকারী প্রক্টরকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম