Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পিএম

চবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

সোমবার বিকাল ৪টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা আওয়ামী, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধসহ আগামী ২৪ ঘণ্টর মধ্যে চবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দেন। মঙ্গলবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ২৪-এর আন্দোলনে আমার ভাইয়ের বুকে গুলি করা কোনো ছাত্রলীগ ও এর দোসরদের বাংলার মাটিতে দেখতে চাই না। অনতিবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের এই অপচেষ্টা বন্ধ করুন। আর তা নাহলে ছাত্র-জনতা আপনাদের কঠিন জবাব দেবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম