Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাশ

Icon

যাত্রাবাড়ি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাশ

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় রাজধানীর যাত্রাবাড়ি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭শত ৬৫ জন। প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্খীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। 

কলেজ সুত্রে জানাযায়, এবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন। তাদের মধ্যে সবাই পাশ করেছেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৬৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬৫ জন এবং মানবিক বিভাগ থেকে ২৮ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী গালিব হাসান বলেন, প্রতিষ্ঠানের নিয়ম-কানুন, স্যারদের নিরলস চেষ্টা ও বাবা-মায়ের শাসনে আজ আমার এই অর্জন। এই প্রাপ্তি আমার জীবনে শ্রেষ্ঠ অর্জন। আমি সবার কাছে কৃতজ্ঞ।

অভিভাবক ছিদ্দিকুর রহমান ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমার সন্তানের সাফল্যের মূল কারিগর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সন্তান কলেজে অনুপস্থিত থাকলে সাথে সাথে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। শিক্ষার্থীর সকল বিষয় অভিভাবকদের নখদর্পণে দিয়ে দেয় প্রতিষ্ঠানটি। তাদের দায়িত্বশীল ভূমিকায় আমি মুগ্ধ ও অভিভূত।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন বলেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের প্রাজ্ঞ দিক-নির্দেশনা, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সুদক্ষ পরিচালনা, নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের গভীর অধ্যবসায় এই সাফল্যের মূলমন্ত্র হিসেবে কাজ করছে।

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম