Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জবিতে ম্যুরাল স্থাপনের প্রতিবাদে মশাল মিছিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:১০ এএম

জবিতে ম্যুরাল স্থাপনের প্রতিবাদে মশাল মিছিল

ক্যাম্পাসে খালেদা জিয়ার ম্যুরাল ও ছবি সম্বলিত নাম ফলক স্থাপনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যায়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে বেগম খালেদা জিয়ার ম্যুরাল ও ছবি সম্বলিত নাম ফলক তৈরির প্রতিবাদে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ম্যুরাল না ফলক, ফলক ফলক, যে ভিসি ম্যুরাল করে, সেই ভিসি মানিনা, লেজুড়বৃত্তিক রাজনীতি, চলবে না চলবে না শ্লোগান দেন।

সমাবেশে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বাবার নামে মাজার তৈরি করেছে৷ আমাদের টাকায় তারা ম্যুরালের রাজনীতি করেছে। আমরা চাই আমাদের ভিসি আমাদের নিয়ে ভাববেন, আমরা কি খাই, কোথায় থাকি এসবের খোঁজ-খবর রাখবেন। অথচ তিনি তা না করে ম্যুরালের রাজনীতি করছেন। আমরা এই ম্যুরালভিত্তিক রাজনীতি, লেজুড়বৃত্তিক রাজনীতি ক্যাম্পাসে চাইনা।

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী মো. ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার নামের ফলক থাকতে পারে। কিন্তু তার কোন ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নিবে না। হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনারা ৫ আগস্টের আগের পরিবেশ ভুলে যাবেন না। যারা সে সময় ম্যুরাল কেন্দ্রীক রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষ তাদের অপমানিত করে দেশ ছাড়া করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম