Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবির ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ খোলার আশ্বাস উপাচার্যের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

ইবির ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ খোলার আশ্বাস উপাচার্যের

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ খোলার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। 

উপাচার্য বলেন, ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয় সাধনে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে অবশ্যই ইসলামী শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চরিত্রের দিকে এগিয়ে যাওয়া উচিত সেই চরিত্রের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সুপরিকল্পিতভাবে ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ চালু করা হবে। 

এ সময় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. অলি উল্যাহ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন। এ সময় অনুষদটির পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এ সময় শিক্ষার্থীরা ধর্মতত্ত্ব অনুষদের অর্ন্তর্ভুক্ত নতুন বিভাগ খোলা, অনুষদ ভবনের নাম পরিবর্তন ও সার্বিক সংস্কার, শিক্ষক নিয়োগ, আইসিটিতে দক্ষতা উন্নয়ন ও বিজ্ঞানভিত্তিক কোর্স চালুসহ বিভিন্ন দাবি জানান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম