Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ছাত্র রাজনীতির পরিবর্তন চান জবি উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২১ পিএম

ছাত্র রাজনীতির পরিবর্তন চান জবি উপাচার্য

গণতন্ত্রের প্রকৃত অনুশীলনের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। তবে এর প্রচলিত কালচার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণঅভ্যুত্থানে আহত ও আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, অনেক ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিষয় আছে, যা সময়সাপেক্ষ। অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস সংস্কার করে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা শুরু করার চিন্তা রয়েছে।

তাছাড়া গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে গবেষণা সহকারী হিসেবে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান উপাচার্য।

সভায় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুণগত ও অবকাঠামোগত বিভিন্ন সংস্কারের বিষয়গুলো নিয়ে তাদের অভিমত প্রকাশ করেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম