Logo
Logo
×

শিক্ষাঙ্গন

১০ম গ্রেড বাস্তবায়ন দাবি প্রাথমিকের শিক্ষকদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০২:০৩ এএম

১০ম গ্রেড বাস্তবায়ন দাবি প্রাথমিকের শিক্ষকদের

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এ দাবিতে সোমবার বিভিন্ন স্থানে মানবনন্ধন, সভা ও স্মারকলিপি প্রদার করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, অষ্টম শ্রেণি পাশ চালক ভাইদের বেতন হয় ১২তম গ্রেডে। অথচ স্নাতক ও সমমানের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে। এর ফলে শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

যুগান্তর প্রতিনিধিরা জানান-

ঝালকাঠির নলছিটিতে মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক নাজমুল হায়দার বাদল, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ তালুকদার, প্রধান শিক্ষক দেবব্রত রায়, সহকারী শিক্ষক মর্তুজা আলী, সাইফুল ইসলাম ও জাহিদুল ইসলাম প্রমুখ।

বরিশালের গৌরনদীতে উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির। উপজেলা সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি এসএম জাকির হোসেন, রাশিদা কাজী, আকলিমা বেগম প্রমুখ। পরে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

নওগাঁর মহাদেবপুরে ইউএনও মো. আরিফুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষকদের সমন্বয়ক ইবনে রায়হান চৌধুরী, সহকারী শিক্ষক খায়রুল আলম ও এসএম মোস্তাফিজুর রহমান।

দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান (বাবু), সদস্য সচিব আবুল কাশেম, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, মতিউল ইসলাম, হুমায়ুন চৌধুরী, শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ হেল বারি।

চাঁদপুরের ফরিদগঞ্জে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান শেষে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক গিয়াস কবির, শিক্ষক মাহবুবুর রহমান ও ইলিয়াছ উদ্দিন।

ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আলী মুজতবা রেজা ফিটু, শিক্ষক আশফাকুল কবির অনু, আয়ুব হোসেন ও ইমদাদুল হক। পরে ইউএনও দেদারুল ইসলামের কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।

টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষক সমিতির সভাপতি রাসেল পারভেজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক রফিকুল ইসলাম, তসলিমুল ইসলাম, শহিদুজ্জামান খান, আব্দুস সালাম মিয়া, রফিকুল ইসলাম জিন্নাহ, মিজানুর রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম